পুলিশ বলছে, পাঁচজন চোর সকালে দোকানের তালা ভেঙে মাত্র ১০ মিনিটে কাজ সেরে চলে যায়।
Published : 30 Jul 2023, 07:14 PM
রাজধানীর ধানমন্ডিতে দিনের আলোয় এক হীরার দোকানে ঢুকে প্রায় দুই কোটি টাকার সোনা ও হীরার গয়না নিয়ে গেছে একদল চোর।
রোববার সকালে মার্কেট খোলার মুহূর্তে ধানমন্ডির মেট্রো শপিং মলের ‘ট্রাস্ট ডায়মন্ড’ নামের ওই দোকানের তালা ভেঙে মাত্র ১০ মিনিটের মধ্যে এই চুরির ঘটনা ঘটে।
ধানমন্ডি থানার ওসি পারভেজ ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই মার্কেটের দোকানপাট সাধারণত সকাল ১০টার দিকে খোলে। সকালে মার্কেটের মূল ফটক খোলার সঙ্গে সঙ্গে ৫ জনের চোরের দলটি সরাসরি চতুর্থ তলায় চলে যায়।
“তারা সকাল ১০টা ৮ মিনিটে ট্রাস্ট ডায়মন্ড এর দুটি তালা ভেঙে ঢুকে পড়ে এবং কাজ শেষ করে ১০টা ১৮ মিনিটে বের হয়ে যায়।”
সিসি ক্যামেরার ভিডিওতে পাঁচজনকে দেখা গেছে জানিয়ে ওসি বলেন, “দোকানের মালিক যখন মার্কেটে ঢুকছিল, তখন চোরদের মালামাল নিয়ে বের হয়ে যেতে দেখা যায় ওই ভিডিওতে।”
দোকানের মালিক দাবি করেছেন, দুই কোটি টাকার স্বর্ণ এবং হীরার গহনা চুরি হয়েছে। চতুর্থ তলায় কোনো লকার ছাড়াই তিনি অলঙ্কারগুলো রেখেছিলেন বলে পুলিশকে জানিয়েছেন।
সকালে যে সময় ঘটনাটি ঘটে, সে সময় অধিকাংশ দোকান খোলেনি জানিয়ে ওসি বলেন, “কিছু কিছু দোকান কেবল খোলা শুরু করেছে। যে ফ্লোরে ওই ঘটনা, সেখানে অধিকাংশ দোকান খোলেনি। রাতে কড়া নিরাপত্তা থাকে বলে চোরেরা মার্কেট খোলার সময়টা বেছে নিয়েছে।”
সিসিটিভি ভিডিও দেখে চোরদের চেনার চেষ্টা চলছে বলে জানান তিনি।