অসদুপায় অবলম্বনসহ বিভিন্ন কারণে এদিন মোট ২০ জনকে বহিষ্কার করা হয়েছে।
Published : 30 Apr 2023, 08:12 PM
এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন সারাদেশে অনুপস্থিত ছিলেন ৩১ হাজার ৪৪৭ জন পরীক্ষার্থী।
অসদুপায় অবলম্বনসহ বিভিন্ন কারণে এদিন মোট ২০ জনকে বহিষ্কার করা হয়েছে। তবে কোনো পরিদর্শকের বিরুদ্ধে এদিন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।
আন্তঃ শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য।
নয় বোর্ডের অধীনে এসএসসিতে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, সহজ বাংলা প্রথম পত্র; এসএসসি ভোকেশনালে বাংলা-২ এবং মাদ্রাসা বোর্ডের অধীনে কুরআন মজিদ ও তাজভিদ বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে রোববার সকালে চলতি বছরের মাধ্যমিক ও সমমানের পরীক্ষা শুরু হয়।
সারা দেশে সব মিলিয়ে ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ফরম ফিলাপ করেছিল।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির দেওয়া ৩ হাজার ৬৮৯ কেন্দ্রের তথ্য বলছে, উপস্থিতির বিচারে সবচেয়ে পিছিয়ে মাদ্রাসা শিক্ষা বোর্ড।
এ বোর্ডে সবচেয়ে বেশি ১১ হাজার ৩৮৩ জন পরীক্ষার্থী শুরুর দিনে অনুপস্থিত ছিলেন। শতকরা হিসাবে যা ওই বোর্ডে মোট অংশগ্রহণকারী শিক্ষার্থীর ৪ দশমিক ২৯ শতাংশ।
অন্যদিকে কারিগরি (ভোকেশনাল) শিক্ষা বোর্ডে ২ হাজার ৮৭২ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন, যা বোর্ডের মোট পরীক্ষার্থীর ২ দশমিক ৪০ শতাংশ।
এছাড়া ঢাকা শিক্ষা বোর্ডে ৪ হাজার ২২২ জন (১.০৮%), রাজশাহী শিক্ষা বোর্ডে ১ হাজার ৭২০ জন (০.৯৪%), কুমিল্লা শিক্ষা বোর্ডে ২ হাজার ৬১৮ জন (১.৪৮%), যশোর শিক্ষা বোর্ডে ১ হাজার ৮৩৪ জন (১.২৩%), চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ১ হাজার ৬০৭ জন (১.১৪%), সিলেট শিক্ষা বোর্ডে ৯৪০ জন (১.০১%), বরিশাল শিক্ষা বোর্ডে ১ হাজার ২৬ জন (১.২০%), দিনাজপুর শিক্ষা বোর্ডে ২ হাজার ২৪৭ জন (১.২৮%) এবং ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ৯৭৮ জন (০.৮৬%) শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
পরীক্ষার প্রথম দিনে ‘অনুনোমোদিত কর্মকাণ্ডের’ জন্য কারিগরি শিক্ষাবোর্ডে সবচেয়ে বেশি ১১ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। মাদ্রাসা শিক্ষাবোর্ডে বহিষ্কার হয়েছেন পাঁচ জন।
আর নয় সাধারণ শিক্ষাবোর্ডে মোট চার জন শিক্ষার্থী বহিষ্কার হয়েছেন, যাদের তিনজন বরিশাল শিক্ষা বোর্ডের এবং একজন কুমিল্লা শিক্ষা বোর্ডের।
অধ্যাপক তপন কুমার সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সারাদেশে পরীক্ষা ‘বেশ সুন্দরভাবে’ অনুষ্ঠিত হয়েছে।
“যেসব শিক্ষার্থী বহিষ্কার হয়েছে, তাদের সংশ্লিষ্ট কেন্দ্রে নিযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট বহিষ্কার করেছেন। সেই কেন্দ্র বলতে পারবে তারা কী কারণে বহিষ্কার হয়েছে। সারাদেশ থেকে আমাদের কাছে যে তথ্য এসেছে, তাতে শৃঙ্খলার সাথেই সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো সংকট হয়নি।”
২০২৩ সালের সংশোধিত ও পুনর্বিন্যাসকৃত সিলেবাসে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা হচ্ছে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে। পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশিত হবে।