এসব এলাকায় অবৈধ সংযোগ যেমন বেশি, তেমনই বকেয়ার পরিমাণও বেশি।
Published : 16 May 2023, 12:03 AM
অবৈধভাবে গ্যাস ব্যবহার এবং বৈধ গ্রাহকদের বিপুল পরিমাণ বিল বকেয়ার কারণে ঢাকা উদ্যান ও আশপাশের আরও পাঁচ এলাকায় গ্যাস সংযোগ বন্ধ করেছে তিতাস।
সোমবার রাতে কোম্পানিটি এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, ঢাকা উদ্যান, চাঁদ উদ্যান, নবীনগর হাউজিং, চন্দ্রিমা হাউজিং, একতা হাউজিং ও তুরাগ হাউজিং এলাকার গ্যাস সরবরাহ সোমবার সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।