নকল পণ্য বিক্রি: ৮ প্রতিষ্ঠানকে ২২ লাখ টাকা জরিমানা

র‌্যাবের এ অভিযানে ১ লাখ টাকা মূল্যের নকল পণ্য ধ্বংস করা হয়।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 March 2023, 04:07 PM
Updated : 31 March 2023, 04:07 PM

ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় নকল তার, ফ্যান ও প্রসাধনী সামগ্রী উৎপাদন, মজুদ ও বিক্রি করার দায়ে ৮ প্রতিষ্ঠানকে ২২ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। 

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম ও র‌্যাব-১০ এর সমন্বয়ে বৃহস্পতি ও শুক্রবার যাত্রাবাড়ী, কদমতলী, শ্যামপুর, ফতুল্লা ও কেরাণীগঞ্জ এলাকায় এ অভিযান চালানো হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

র‌্যাব-১০ জানিয়েছে, অভিযানে জান্নাতুল মার্কেটিং কোম্পানিকে ৩ লাখ টাকা, সন্স কসমেটিকসকে ২ লাখ টাকা, নিপা মেটাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপকে দেড় লাখ টাকা, রংধনু ক্যাবলসকে ২ লাখ টাকা, পাওয়ার ক্যাবলসকে ৫০ হাজার টাকা, এনার্জি মেটাল ওয়ার্কসকে ৩ লাখ টাকা এবং ফরহাদ ইলেক্ট্রনিক্স ও পলক ক্যাবলকে ৫ লাখ টাকা করে জরিমানা করা হয়।

এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে ১ লাখ টাকা মূল্যের নকল তার, ফ্যান ও প্রসাধনী জব্দ করে ধ্বংস করা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।