এ ঘটনায় পুলিশ মামলার প্রস্তুতি নিচ্ছে।
Published : 07 Feb 2024, 05:46 PM
রাজধানীতে নির্মাণাধীন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের স্টিলের কাঠামো ভেঙে পড়ে এক হকারের প্রাণ গেছে।
বুধবার সকাল ৯টার দিকে মগবাজারের দিলু রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, নিহত মতিউর রহমান (৫০) ফেরি করে গামছা বিক্রি করতেন, তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে।
হাতিরঝিল থানার ওসি আওলাদ হোসেন মামুন জানান, মতিউর দিলু রোড দিয়ে যাচ্ছিলেন। এ সময় নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ের স্টিল কাঠামোর একটি অংশ ভেঙে তার মাথায় পড়ে।
পথচারীরা তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রাণহানির ঘটনায় পুলিশ মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন ওসি আওলাদ।
এ বিষয়ে জানতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের পরিচালক এএইচএমএস আকতারকে ফোন করে এবং এসএমএস পাঠিয়েও তার সাড়া পাওয়া যায়নি।