তাদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
Published : 03 Jun 2023, 09:43 PM
ঢাকার রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানের লেক থেকে দুই শিশুর 'মরদেহ' উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বিকাল ৫টার দিকে তাদের লাশ উদ্ধারের কথা জানান মোহাম্মদপুর থানার ওসি আবুল কালাম আজাদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ধারণা করা হচ্ছে তারা লেকে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা গেছে।
“বিকালে খবর পেয়ে পুলিশ সাত ও আট বছর বয়সের দুই শিশুকে উদ্ধার করে। পরে তাদের সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান।”
তাদের পরিচয় শনাক্তের পুলিশ কাজ করছে বলে জানালেন এই পুলিশ কর্মকর্তা।