মঙ্গলবার দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে ঈদ হবে বুধবার। আর চাঁদ দেখা না গেলে বুধবার ৩০ রোজা পূর্ণ হবে। সেক্ষেত্রে ঈদ হবে বৃহস্পতিবার।
Published : 09 Apr 2024, 02:58 PM
বাংলাদেশে বৃহস্পতিবার ঈদুল ফিতর উদযাপিত হলে মঙ্গলবার রাতে বুধবারের ট্রেনের টিকেট বিক্রি করা হবে।
সেক্ষেত্রে মঙ্গলবার সন্ধ্যার পর অনলাইনে এবং কমলাপুরে স্টেশনের কাউন্টারে ট্রেনের বিক্রির জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন কমলাপুরের স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার।
হিজরি শাওয়াল মাসের ১ তারিখে ঈদুল ফিতর উদযাপিত হয়। মুসলমানদের অন্যতম প্রধান এই ধর্মীয় উৎসব কবে হচ্ছে তা মঙ্গলবার সন্ধ্যায় জানা যাবে। সন্ধ্যায় চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে ঈদের তারিখ জানাবে জাতীয় চাঁদ দেখা কমিটি।
মঙ্গলবার দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে ঈদ হবে বুধবার। আর চাঁদ দেখা না গেলে বুধবার ৩০ রোজা পূর্ণ হবে। সেক্ষেত্রে ঈদ হবে বৃহস্পতিবার।
তবে শাওয়ালের চাঁদ সোমবার দেখা না যাওয়ায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে বুধবার। সাধারণত সৌদি আরবে যেদিন ঈদ হয় বাংলাদেশে এর পরদিন ঈদ উদযাপিত হয়।
মঙ্গলবার কমলাপুরের স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার বলেন, “আজ যদি চাঁদ দেখা যায় তাহলে কাল বুধবার ঈদ হবে। সেক্ষেত্রে কাল কোনো ট্রেনের বিক্রি হবে না, আজই ঈদযাত্রার শেষ দিন। আর আজ চাঁদ দেখা না গেলে সরকারি ঘোষণা আসার সঙ্গে সঙ্গে আগামীকাল ১০ এপ্রিল দেশের বিভিন্ন গন্তব্যের আন্তঃনগর ট্রেনের টিকেট বিক্রির জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
“বুধবারের ট্রেনের টিকেট অনলাইনে এবং কাউন্টারে দুভাবেই পাওয়া যাবে।”
আগামী ১১ এপ্রিল ঈদ হবে ধরে নিয়ে এবারের ঈদযাত্রার সূচি সাজিয়েছে বাংলাদেশ রেলওয়ে। সে অনুযায়ী ২৪ মার্চ শুরু হয়েছে ট্রেনের টিকেট বিক্রি। সেদিন বিক্রি করা হয়েছে ৩ এপ্রিল ট্রেনযাত্রার টিকেট। ৩০ মার্চ পর্যন্ত চলে টিকেট বিক্রি, সেদিন বিক্রি হয়েছে ৯ মার্চের টিকেট।
এর আগে ১৩ মার্চ সংবাদ সম্মেলনে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সরদার সাহাদাত আলী বলেছিলেন, চাঁদ দেখার ওপর নির্ভর করে ১০ এপ্রিলের টিকেট বিক্রি করা হবে।
এবার ঈদযাত্রার শতভাগ টিকেট বিক্রি হয়েছে অনলাইন প্ল্যাটফর্ম থেকে। বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট, রেল সেবা অ্যাপ ও সহজ ডটকমের প্ল্যাটফর্ম থেকে টিকেট সংগ্রহ করেছেন যাত্রীরা। তবে শেষদিনের যাত্রায় অনলাইনের পাশাপাশি কাউন্টার থেকেও টিকেট কেনার সুযোগ রেখেছে রেলওয়ে।
ফিরতি যাত্রার অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে ৩ এপ্রিল। ৯ এপ্রিল পর্যন্ত ফিরতি যাত্রার অগ্রিম টিকেট মিলবে।
এবার ঈদের আগে সারাদেশের বিভিন্ন রুটে চলাচলকারী আন্তঃনগর ট্রেনের ৩৩ হাজার ৫০০টি টিকেট বিক্রি হবে।