হাতাহাতি: সহকারী অ্যাটর্নি জেনারেল তামান্নাকে অব্যাহতি

গত ৯ অক্টোবর বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রস্তুতি সভার পর সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মজিবুর রহমান মজিবকে চড়-থাপ্পড় মারেন তামান্না।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Nov 2023, 12:01 PM
Updated : 9 Nov 2023, 12:01 PM

একজন আইনজীবীর সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ার পর সহকারী অ্যাটর্নি জেনারেল তামান্না ফেরদৌসকে অব্যাহতি দিয়েছে সরকার।

আইন ও বিচার বিভাগের সলিসিটর উইং বৃহস্পতিবার তামান্নাকে সহকারী অ্যাটর্নি জেনারেলের পদ থেকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের আইনজীবী তামান্না ফেরদৌসের সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে আইন মন্ত্রণালয়ের ২০১৯ সালের ৭ জুলাইয়ের নিয়োগ আদেশ বাতিল করে সহকারী অ্যাটর্নি জেনারেলের পদ থেকে অব্যাহতি দেওয়া হল।

গত ৯ অক্টোবর বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্রস্তুতি সভার পর সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মজিবুর রহমান মজিবকে চড়-থাপ্পড় মারেন তামান্না। পরদিন সুপ্রিম কোর্ট বারের সম্পাদক আব্দুন নুর দুলালের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছিলেন মজিবুর।