আগামী ২৪ ঘণ্টায় যমুনা ও পদ্মা নদীর পানি কমতে পারে।
Published : 09 Oct 2023, 09:35 PM
উত্তরাঞ্চলে তিস্তা নদীর পানি গত ২৪ ঘণ্টায় আরও বেড়েছে। উত্তর-পূর্বাঞ্চলের সুরমা ও কুশিয়ারা নদীর পানিও বাড়ছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
সোমবার পূর্বাভাস কেন্দ্রের সহকারী প্রকৌশলী মেহেদী হাসান জানান, তিস্তা নদীতে আগামী ৪৮ ঘণ্টায় স্বাভাবিক প্রবাহ থাকতে পারে। পরের ২৪ ঘণ্টায় আগের দিনের মত সুরমা-কুশিয়ারায় পানি আরও বাড়তে পারে।
“এছাড়া ব্রহ্মপুত্র নদের পানি আগামী ২৪ ঘণ্টায় স্থিতিশীল থাকবে। তবে যমুনা, পদ্মা নদীর পানি কমতে পারে।"
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পর্যবেক্ষণে থাকা ১০৯টি স্টেশনের ৭৭টিতেই পানি কমছে। ৩১টি স্টেশনে পানি বাড়ছে, অপরিবর্তিত রয়েছে একটি স্টেশনের পানি প্রবাহ।
কেন্দ্রের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সিলেটের জকিগঞ্জে সর্বোচ্চ ১৪৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে।