আহত শিশুটি এখন হাসপাতালে চিকিৎসাধীন।
Published : 07 Aug 2023, 01:00 AM
ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে একটি ভবনের ৮ তলা থেকে পড়ে আহত হয়েছেন এক শিশু গৃহকর্মী।
গত শুক্রবার পড়ে আহত ৯ বছরের শিশুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার দুদিন পর শিশুটির মা গৃহকর্তার বিরুদ্ধে মামলা করেছেন।
গৃহকর্তা সৈয়দ আশফাকুল হক ইংরেজি দৈনিক ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক। মামলায় তার স্ত্রী তানিয়া খন্দকার এবং আসমা আক্তার শিল্পী নামে অন্য একজনকে আসামি করা হয়েছে।
রোববার মামলাটি হয় বলে মোহাম্মদুপুর থানার ওসি মাহফুজুল হক ভূঞা জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিল্পী শিশুটিকে ওই বাসায় কাজে দিয়েছিলেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
ওসি বলেন, শুক্রবার বিকালে ওই শিশুটি ৮তলার ফ্ল্যাটের জানালার কাচ (থাই গ্লাস) সরিয়ে লাফিয়ে পড়েছিল। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
শিশুটির মা কী অভিযোগ করেছেন- জানতে চাইলে তিনি বলেন, “নির্যাতন, পরিবারের সাথে দেখা করতে না দেওয়া এবং নিয়মিত খেতে না দেওয়ার অভিযোগ করেছে তার মা। শিশুটি বাসা থেকে চলে যেতে চেয়েছিল, না পেরে লাফিয়ে পালাতে চেয়েছিল।”
চিকিৎসাধীন শিশুটির অবস্থা এখন স্থিতিশীল বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
এ বিষয়ে কথা বলতে আশফাকুল হকের মোবাইলে রোববার একাধিকবার কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়।