“ছাত্রলীগের পদ কোটি টাকা”- এই প্রতিবেদনের জন্য এই মামলা।
Published : 20 Oct 2022, 10:41 PM
ছাত্রলীগের করা মানহানির মামলায় দৈনিক দেশ রূপান্তরের প্রকাশক মাহির আলী খান রাতুল এবং প্রতিবেদক পাভেল হায়দার চৌধুরীকে জামিন দিয়েছে আদালত।
বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম রশিদুল আলমের আদালত শুনানি শেষে জামিনের আদেশ দেন।
দেশ রূপান্তর পত্রিকায় ছাত্রলীগ নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদনের জেরে গত ২০ সেপ্টেম্বর কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক ইন্দ্রনীল দেব শর্মা আদালতে মামলাটি করেন। তখন আদালত ২০ অক্টোবর আসামিদের হাজির হতে সমন জারি করেছিল।
ওই সমন পেয়ে আসামিরা আজ আদালতে উপস্থিত হয়ে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আসামিদের পক্ষে জামিন শুনানি করেন আজাদ রহমান। বাদীপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়।
উভয়পক্ষের শুনানি শেষে আদালত ৫০০ টাকা মুচলেকায় দুই জনের জামিনের আদেশ দেন বলে আসামিপক্ষের আইনজীবী আজাদ রহমান জানিয়েছেন।
ছাত্রলীগের মামলায় বলা হয়, গত ৬ জুলাই আসামিরা দৈনিক দেশ রূপান্তর পত্রিকার অনলাইন ও মুদ্রিত মাধ্যমে “ছাত্রলীগের পদ কোটি টাকা” শিরোনামে একটি ‘মিথ্যা ও বানোয়াট’ রিপোর্ট মুদ্রণ, লিখন, প্রচার ও প্রকাশ করে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ছাত্র সংগঠনটির সুনাম ক্ষুণ্ন করেন।