প্রায় আধাঘণ্টা পর আগুন নিয়ন্ত্রনে আসে। তবে হতাহতের কোনো তথ্য নেই, বলছে ফায়ার সার্ভিস
Published : 11 Apr 2024, 06:58 PM
রাজধানীর কুড়িলের কাছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে একটি গাড়ি আগুনে পুড়ে গেছে। সেডান গাড়িটিতে দাউদাউ করে আগুন জ্বলছিল অনেকটা সময়জুড়ে। অনেক দূর থেকে কুণ্ডলি পাকিয়ে ধোয়া বের হতে দেখা যায়।
ঈদের দিন বৃহস্পতিবার বিকাল সোয়া ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে প্রাথমিক তথ্যের ভিত্তিতে বলছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রোজিনা আকতার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, প্রায় আধাঘণ্টা পর আগুন নিয়ন্ত্রনে আসে। গাড়িটির তেলের টাংকি থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।
বিমানবন্দর থেকে বনানীর দিকে যাওয়ার পথে কুড়িল বিশ্বরোডের কাছে এক্সপ্রেসওয়ের উপরে এ আগুন লাগে।
সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আগুন দ্রুত ছড়িয়ে পড়ে গাড়িটিতে। দাউ দাউ করে সেটি জ্বলতে দেখা যায়। অনেক দূর থেকে কালো ধোয়া বের হচ্ছিল।
ফায়ার সার্ভিসের কর্মীরা যখন পানি দিয়ে আগুন নেভাচ্ছিলেন সেই ভিডিওতে দেখা যায় গাড়িটির বেশির ভাগ অংশ পুড়ে গেছে।
আগুনের কারণে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ ছিল বলে পুলিশ জানিয়েছে।