এজন্য ভাতাও দেওয়া হবে।
Published : 11 Feb 2024, 04:37 PM
সরকারি, বেসরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে তিন থেকে ছয় মাসের ইন্টার্ন করার সুযোগ রেখে একটি নীতিমালা অনুমোদন দিয়েছে সরকার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার তার কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকে 'সরকারি প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ (ব্যবহারিক প্রশিক্ষণ) নীতিমালা, ২০২৩' এর খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে।
বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এক ব্রিফিংয়ে বলেন, এখন সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে, মন্ত্রণালয়, বিভাগ, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে তারা প্রত্যেক বছর ইন্টার্ন করার সুযোগ দেবেন। সেটা সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা ডিপার্টমেন্ট ঠিক করবেন। সেখানে তাদের একটা ভাতাও দেওয়া হবে।
সরকারি প্রতিষ্ঠানগুলোতে তিন থেকে ছয় মাস মেয়াদে ইন্টার্ন করার সুযোগ থাকবে জানিয়ে তিনি বলেন, “শুধু সরকারি প্রতিষ্ঠান নয়, সব বেসরকারি এবং শিল্প প্রতিষ্ঠানেও যেন এই সুযোগটা থাকে সে বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। সে অনুযায়ী নীতিমালাটি পুনর্গঠন করা হবে। ওই সুযোগটা রেখেই মন্ত্রিসভা নীতিমালা অনুমোদন করেছে।”
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)