কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেছেন, সবুজকে যারা মারধর করেছে, তারা মাতাল অবস্থায় ছিল বলে তাদের ধারণা।
Published : 03 Aug 2023, 11:05 AM
ধাক্কা লেগে প্রাইভেটকারের লুকিং গ্লাস ভাঙায় এক লেগুনাচালককে পিটিয়ে হত্যা করা হয়েছে রাজধানীতে।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে পান্থপথে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
ওই লেগুনা চালকের নাম সবুজ (২৫), বাড়ি বরিশালে। রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সবুজের সহকর্মী জামাল ও মিণ্টু জানান, গ্যাস শেষ হয়ে যাওয়ায় তারা লেগুনাটি ঠেলে নিয়ে যাওয়া সময় একটি প্রাইভেটকারের সঙ্গে ধাক্কা লাগে। তাতে ক্ষিপ্ত হয়ে প্রাইভেটকারের চার থেকে পাঁচ আরোহী নেমে এসে সবুজকে মারধর শুরু করে। তাদের পিটুনিতে এক পর্যায়ে সবুজ চেতনা হারিয়ে ফেলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, “সবুজকে অবচেতন অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। চিকিৎসক দেখে তাকে মৃত ঘোষণা করেন।”
কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেছেন, সবুজকে যারা মারধর করেছে, তারা মাতাল অবস্থায় ছিল বলে তাদের ধারণা।
তেজগাঁও থানার ওসি অপূর্ব হাসান বলেন, “ওই লেগুনার ধাক্কায় প্রাইভেটকারের লুকিং গ্লাস ভেঙে গিয়েছিল। এই অপরাধে সবুজকে মারধর করে তারা গাড়ি নিয়ে পালিয়ে যায়।”
গাড়িটি শনাক্ত করে অপরাধীকে ধরতে পুলিশ কাজ শুরু করেছে বলে জানিয়েছেন ওসি।