নৌকা প্রতীকের প্রার্থী মো. আব্দুল হাই এ আসনে বিজয়ী হয়েছিলেন; তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের নজরুল ইসলাম দুলাল বিশ্বাস।
Published : 01 Feb 2024, 11:40 PM
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের নির্বাচনের ফলাফল দুই মাসের জন্য স্থগিত করেছে হাই কোর্ট।
বিচারপতি একেএম আসাদুজ্জামানের একক বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেয়।
গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনের ১৭১টি কেন্দ্রের ভোটগণনা শেষে নৌকা প্রতীকের প্রার্থী মো. আব্দুল হাইকে বিজয়ী ঘোষণা করা হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলাল বিশ্বাস।
বিশ্বাস বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি দুলাল বিশ্বাসের আবেদনে আদালত ওই স্থগিতাদেশ দেয় বলে তার আইনজীবী মো. মজিবুর রহমান জানান।
তিনি বলেন, ভোটগ্রহণ ও ভোট গণনায় ‘অনিয়ম ও কারচুপির’ অভিযোগে ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য পদের গেজেট স্থগিত চেয়ে আবেদন করেন দুলাল বিশ্বাস।
“আবেদনে বলা হয়, কেন্দ্রভিত্তিক ফলে স্বতন্ত্র প্রার্থী দুলাল বিশ্বাসকে বিজয়ী ঘোষণা করা হয়; কিন্তু আসনের সামগ্রিক ফলে নৌকার প্রার্থী আব্দুল হাইকে বিজয়ী ঘোষণা করেন ঝিনাইদহের রিটার্নিং কর্মকর্তা।”
এ বিষয়টি চ্যালেঞ্জ করে হাই কোর্টে এসেছেন পরাজিত স্বতন্ত্র প্রার্থী দুলাল বিশ্বাস।
নতুন সংসদের এমপিরা ইতোমধ্যে শপথ নিয়ে অধিবেশনেও বসতে শুরু করেছেন। তার মধ্যেই ঝিনাইদহ-১ আসনের ফলাফল স্থগিতের এই আদেশ দিল হাই কোর্ট।