পুলিশ বলছে, জিহ্বার নিচে বিশেষ কায়দায় ব্লেড রাখত ওই ছিনতাইকারীরা।
Published : 12 Dec 2023, 10:28 PM
নির্জন জায়গায় কাউকে পেলে তারা আটকায় পথ, বাধা দিলেই জিহ্বার নিচে রাখা ব্লেড দিয়ে মারে পোচ; এমনই ভয়ানক কায়দায় ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগে রাজধানীতে তিনজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার ফার্মগেইট এলাকা থেকে দুই তরুণ ও এক কিশোরকে আটকের পর তাদের ছিনতাই কৌশলের এই বর্ণনা দেন তেজগাঁও থানার ওসি মো. মহসিন।
ওই দুই তরুণের একজন সুজন মিয়া (২৩), অপরজন মো. হাসান (১৯)। তাদের সঙ্গে ১২ বছরের এক কিশোরকেও হেফাজতে রাখা হয়েছে।
ওসি মহসিন বলেন, “গোপন খবরে ফার্মগেইট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সুজন ও হাসান চিহ্নিত ছিনতাইকারী। সুজনের নামে ছয়টি এবং হাসানের নামে তিনটি মামলা রয়েছে। তারা ১২ বছর বয়সী ছেলেটাকেও ছিনতাইয়ে জড়িয়েছে।”
তাদের ছিনতাই কৌশলের বর্ণনায় ওসি বলেন, “একটু নির্জন জায়গায় কোনো পথচারীকে পেলে ছুরির ভয় দেখিয়ে সব ছিনিয়ে নেয় এরা। জিহ্বার নিচে বিশেষ কায়দায় ব্লেড রাখতে পারে তারা। ছিনতাইয়ের সময় কেউ বাধা দিলে সেই ব্লেড দিয়ে পোচ দেয়।
“আবার পুলিশ তাদের ধরার চেষ্টা করলে এই ব্লেড দিয়ে তারা নিজেদের ক্ষত-বিক্ষত করে।”
তাদের কাছ থেকে দুটি ছুরি ও একটি ব্লেড জব্দের কথা জানিয়েছে পুলিশ।