“সামনের ২ মার্চ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। ৩ তারিখে সম্ভাবনা আছে, সেটা একদিন স্থায়ী হবে।"
Published : 26 Feb 2024, 09:26 AM
ফাল্গুনের মাঝামাঝি এসে বসন্তের হওয়া বইছে পুরোদমে; মাঝে এক দিনের বৃষ্টিতে তাপমাত্রা সামান্য কমলেও আবার বাড়তে শুরু করবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ ওমর ফারুক সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজকে থেকে তাপমাত্রা বাড়বে। সামনের দুই তারিখ (২ মার্চ) পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। ৩ তারিখে সম্ভাবনা আছে, সেটা একদিন স্থায়ী হবে।"
গত বৃহস্পতিবার বৃষ্টি হয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে। শুক্রবারও ঢাকার আকাশ ছিল মেঘলা। তাতে রাতের দিনে থাকছে শীত শীত ভাব।
তবে রোববার রাজশাহী বিভাগের কয়েকটি এলাকা, ময়মনসিংহ আর টাঙ্গাইল ছাড়া দেশের আর কোথাও বৃষ্টি হয়নি। বগুড়ায় সবচেয়ে বেশি, ৩১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।
সোমবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর দেশের সর্বোচ্চ ৩১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল কক্সবাজারে।