“আমি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি,” বলেন তিনি।
Published : 07 Feb 2024, 08:48 AM
আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের কাছে ৭ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে।
অজ্ঞাত এক ব্যক্তি সোমবার রাতে মোবাইল ফোনে চাঁদা দাবি করেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন হিরো আলম।
এ ঘটনায় মঙ্গলবার হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
জিডিতে হিরো আলম উল্লেখ করেছেন, “হাতিরঝিলের বাসায় অবস্থান করার সময় অজ্ঞাতানামা ব্যক্তি ০১৯০৪....৮৭ নাম্বার থেকে আমার নিজ ব্যবহত ০১৭১.....১৭ নাম্বারে ফোন করে আমার কাছে সাত লাখ টাকা চাঁদা দাবি করে।
“এ চাঁদা না দিলে আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয় এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেয়। আমি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি।”
হিরো আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কারা, কেন, আমার কাছে চাঁদা চেয়েছে বলতে পারব না, ফোন করে চাঁদা চাইছে। আমি থানায় জিডি করেছি। এখন পুলিশ বিষয়টা তদন্ত করতেছে।”
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১২ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)