ঢাকায় চালু হল লেবাননের ভিসা আবেদন কেন্দ্র

গুলশান-২ নম্বরের পিবিএল টাওয়ারে সকাল ৯ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে এই কেন্দ্র।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Feb 2023, 06:57 PM
Updated : 13 Feb 2023, 06:57 PM

মধ্যপ্রাচ্যের দেশ লেবাননের ভিসা আবেদন কেন্দ্র চালু হয়েছে ঢাকার গুলশানে।

ডিইউ ডিজিটাল গ্লোবাল ও রাইজিং গ্লোবাল নামে দুটি প্রতিষ্ঠানে যৌথভাবে এই ভিসা আবেদন কেন্দ্র পরিচালনা করবে।

সোমবার ডিইউ ডিজিটাল গ্লোবালের ঢাকা কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, লেবানন কর্তৃপক্ষের সহযোগিতায় কমমূল্যে নথি প্রেরণের সেবা দেবে এই কেন্দ্র।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ভিসা আবেদন কেন্দ্রে দুইটি কাউন্টার রয়েছে। যা সমস্ত ভিসা বিভাগের কার্যক্রম পরিচালনা করে থাকে।

“এই কেন্দ্র সাধারণ মূল্যে ভিসা ফর্ম, ফটোকপিয়ার পরিষেবা, ব্যক্তিগত লাউঞ্জ এবং কুরিয়ার পরিষেবাগুলি পূরণ করার জন্য আবেদনকারীদের বিনামূল্যে ওয়াই-ফাই এবং সহায়তা ডেস্ক সরবরাহ করে।”

গুলশান-২ নম্বরের পিবিএল টাওয়ারের ১৩ তলায় স্থাপন করা হয়েছে লেবানন ভিসা আবেদন কেন্দ্র। সকাল ৯ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দেওয়া হবে ভিসা আবেদনের সেবা।

নতুন ভিসা কেন্দ্রের মাধ্যমে বাংলাদেশিদের ভিসা পাওয়ার অভিজ্ঞতা সহজ হবে বলে মনে করেন রাইজিং গ্লোবালের সিইও ভরত রাই।

তাকে উদ্ধৃত করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “আগে যেমন লেবাননের ভিসা পেতে ভারত যেতে হত, বারবার আসা-যাওয়া করতে হত, এখন আর তেমন ঝামেলা পোহাতে হবে না। এখন বাংলাদেশেই দ্রুত ভিসা প্রসেসিং হবে।”

বাংলাদেশ ছাড়াও শ্রীলংকা, নেপাল ও ভারতে শাখা রয়েছে ডিইউ ডিজিটাল গ্লোবালের।