আয়েশা আক্তার আশা বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত শিরিন ম্যানশনের তৃতীয় তলায় ফিনিক্স ইন্সুরেন্সের কর্মী ছিলেন।
Published : 14 Mar 2023, 12:05 PM
ঢাকার সায়েন্স ল্যাবরেটরির পাশে মিরপুর রোডের শিরিন ম্যানশনের বিস্ফোরণে দগ্ধ আরেকজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
নয় দিন আগের ওই ঘটনায় এ নিয়ে মোট চারজনের মৃত্যু হল। আহত আরও কয়েকজন এখনও হাসপাতালে চিকিৎসাধীন।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে মারা যাওয়া আয়েশা আক্তার আশা (২৬) দগ্ধ হয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি ছিলেন। তার শরীরের ৩৮ শতাংশ দগ্ধ হয়েছিল বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া।
নিউ মার্কেট থানার ওসি শফিকুল ইসলাম সাবু জানান, আয়েশার গ্রামের বাড়ি চাঁদপুরে। ঢাকায় তিনি থাকতেন হাজারীবাগ এলাকায়। শিরিন ম্যানশনের তৃতীয় তলায় ফিনিক্স ইন্সুরেন্সের কর্মী ছিলেন তিনি।
গত ৫ মার্চ বেলা পৌনে ১১টার দিকে শিরিন ম্যানশনের তৃতীয় তলায় বিকট বিস্ফোরণে পর ভবনের দেয়ালের আংশিক ধসে পরে, ক্ষতিগ্রস্ত হয় পাশের আরেকটি ভবন।
ওই ঘটনায় সেদিনই তিনজনের মৃত্যু হয়, আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেন অন্তত ৪০ জন।
ঘটনার পর ঢাকা মহানগর পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক ঘটনাস্থল পরিদর্শন করে শিরিন ম্যানশনের বিস্ফোরণকে দুর্ঘটনা বলে ধারণা দিয়েছিলেন।
ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, ঢাকা মহানগর পুলিশ, র্যাবসহ বিভিন্ন সংস্থা মাঠে নামে। তাদের তদন্তেও এখন পর্যন্ত নাশকতার কোনো আলামত মেলেনি। ঘটনার পর ভবনটিতে ‘ঝুঁকিপূর্ণ’ লেখা সাইনবোর্ড টানিয়ে দেয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। পরে ভবনটি ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়।
ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে অবহেলাজনিত কারণে মৃত্যু ঘটানোর অভিযোগে এনে দণ্ডবিধির ৩০৪ (ক) ধারায় একটি মামলা করেছে। তবে কাউকে আসামি করা হয়নি।