মরদেহের ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Published : 07 Feb 2024, 11:52 AM
রাজধানীর তেজগাঁও এলাকা থেকে এক নবীন নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার রাতে নাখালপাড়ায় এক বান্ধবীর বাসা থেকে তাকে তেজগাঁওয়ের একটি হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মাজারুল ইসলাম।
মারা যাওয়া সুস্মিতা সাহা (২৫) জামালপুর সরিষাবাড়ির আরামনগর বাজার এলাকার সনজিত কুমার সাহার মেয়ে। মিরপুর ডেন্টাল কলেজ থেকে সদ্য পাস করেছেন তিনি।
সুস্মিতা এক মাস ধরে নাখালপাড়ায় তার বান্ধবীর বাসায় থাকছিলেন জানিয়ে ওসি মাজারুল বলেন, “ধারণা করা হচ্ছে, তিনি রাতে ঘুমের ওষধ খেয়ে আত্মহত্যা করেছেন। ওই বাসা থেকে একটি ‘চিরকুট’ উদ্ধার করা হয়েছে।”
মরদেহের ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১২ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)