র্যাবের হাতে আটক মামুন মজুমদার ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক।
Published : 13 Nov 2023, 11:18 AM
রাজধানীর আবদুল্লাহপুরে যাত্রীবাহী বাসে ‘আগুন দেওয়ার সময়’ ছাত্রদলের এক নেতাকে হাতেহাতে আটকের কথা জানিয়েছে র্যাব।
র্যাব-১ এর পুলিশ সুপার মো. জাহেদুর রহমান বলেন, আটক মামুন মজুমদার (৩৫) ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক।
“সোমবার সকালে আব্দুল্লাহপুর পলওয়েল মার্কেটের সামনে যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার সময় তাকে হাতেনাতে ধরা হয়।“
বিএনপির ডাকে চতুর্থ দফার ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে রোববার সকাল থেকে, যা মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত চলবে। অবরোধের এই কর্মসূচির মধ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটছে।
এর আগে রোববার ভোরে ঢাকার সূত্রাপুরে মালঞ্চ পরিবহনের একটি বাসে এবং দুপুরে মিরপুরের ১০ নম্বর গোলচত্বরের কাছে প্রজাপতি পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এছাড়া রাত ৮টার দিকে তেজগাঁওয়ের নাবিস্কো এলাকায় সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
বিএনপি ও জামায়াতের ডাকে চলমান অবরোধে নাশকতা ঠেকাতে ঢাকাসহ সারাদেশে আইনশৃঙ্খল রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে নেমেছে।