Published : 13 Feb 2024, 09:49 PM
রাঙামাটির সাজেকে বেড়াতে যাওয়ার পথে অস্ত্রের মুখে অপহৃত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী দীপিতা চাকমাকে ছয় ঘণ্টা পর উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ।
পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নূরে আলম মিনা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার সন্ধ্যা ৬টার পর ওই তরুণীকে উদ্ধার করা হয়।
“সাজেক থানার ওসিসহ অন্য কর্মকর্তারা ওদের (অপহরণকারী) সঙ্গে যোগাযোগ করে মেয়েটার বাবাকে নিয়ে গিয়েছিল। তার কাছেই ওরা মেয়েটিকে হ্যান্ডওভার করেছে। তবে দুস্কৃতকারীদের পরিচয়টা এখনো অজানা।”
দুপুরে সাজেকের সিজকছড়া এলাকায় গাড়ি থামিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীর মধ্য থেকে দীপিতা চাকমাকে তুলে নিয়ে যায় অপহরণকারীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী দীপিতার বাড়ি খাগড়াছড়ি সদর উপজেলায়।
রাঙামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ৩০ জনের একটি দল ট্যুর গ্রুপের মাধ্যমে সাজেক যাচ্ছিল। সিজকছড়া এলাকায় ১০ থেকে ১৫ জন অস্ত্রধারী গাড়ি থেকে মেয়েটিকে তুলে নিয়ে যায়।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী তাকে উদ্ধারে কাজ শুরু করে। শিক্ষার্থীদের ওই দলের বাকি সবাইকে সাজেকে সেনাবাহিনীর একটি ক্যাম্পে নিয়ে যাওয়া হয় বলে বাঘাইছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার জানান।
পুলিশ সুপার মীর আবু তৌহিদ জানান, দীপিতাকে উদ্ধার করা হয় দাঁড়িপাড়া বনেআদম এলাকা থেকে। তিনি সুস্থ আছেন।
দীপিতাকে উদ্ধারের সময় কাউকে গ্রেপ্তার করা হয়েছে কি না জানতে চাইলে ডিআইজি নূরে আলম মিনা বলেন, “আমাদের উদ্দেশ্য ছিল আগে তাকে উদ্ধার করা। এ কারণে দুস্কৃতকারীদের এখনো শনাক্ত করতে পারিনি।
“আমরা একটা অপহরণ মামলা নেব। এরপর কাজ করব এটা নিয়ে। আমরা তদন্ত করে দেখব পেছনে আর কিছু আছে কী না, কী উদ্দেশ্যে এই অপহরণ।”
মেয়েটিকে কোথায় রাখা হয়েছিল জানতে চাইলে ডিআইজি বলেন, “ওরা একটা হিলটপে ছিল। ওখানে মেয়েটার বাবার মাধ্যমে ওদের সঙ্গে কথা বলা হয়। তার বাবা তাদের (অপহরণকারীদের) বলে যে একটা ভুল বোঝাবুঝি হয়েছে।
“ওদের প্রাথমিক কথা ছিল- একটা পাহাড়ী মেয়ে কেন বাঙালিদের সঙ্গে চলাফেরা করছে। এর বাইরে অন্য কোন ভাষ্য পাওয়া যায়নি। তবুও পুলিশ তদন্ত করে দেখবে কারা, কেন এই ঘটনা ঘটিয়েছে।”
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ৬ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)