আওয়ামী লীগ টানা চতুর্থবার ক্ষমতায় আসার তিন মাসের মাথায় বড় এই পদোন্নতির খবর এল।
Published : 22 Apr 2024, 09:05 PM
জনপ্রশাসনের ১২৭ জন যুগ্ম সচিব ও সমমর্যাদার কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত সচিব করেছে সরকার।
রেওয়াজ অনুযায়ী পদোন্নতির পর তাদের ওএসডি করে সোমবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
আওয়ামী লীগ টানা চতুর্থবার ক্ষমতায় আসার তিন মাসের মাথায় বড় এই পদোন্নতির খবর এল।
সর্বশেষ গত বছরের মে মাসের ১১৪ জন যুগ্ম সচিবকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত সচিব করা হয়েছিল।
বর্তমানে ২৮৮ জন অতিরিক্ত সচিব কর্মরত আছেন। পদোন্নতি পেয়ে তাদের সঙ্গে যুক্ত হলেন আরো ১২৭ কর্মকর্তা।
এবার মূলত বিসিএস অষ্টাদশ ব্যাচের কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া হয়েছে। আগেরবার পদোন্নতি না হওয়া একাধিক ব্যাচের কয়েকজন কর্মকর্তাও পদোন্নতি পেয়েছেন।