সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
Published : 23 Jan 2024, 09:13 AM
বিভিন্ন উৎস থেকে পাঁচটি পৃথক চালানে মোট এক লাখ ৯০ হাজার টন ইউরিয়া, টিএসপি ও এমওপি সার আমদানি করছে সরকার। বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এতে মোট খরচ হচ্ছে প্রায় ৭৩০ কোটি টাকা।
কমিটির বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের এসব তথ্য জানান। তার দেওয়া তথ্য অনুযায়ী, শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনকে (বিএসইসি) সৌদি আরবের সাবিক এগ্রি নিউট্রেন্ট থেকে ১২০ কোটি ৪৫ লাখ টাকায় ৩০ হাজার টন ইউরিয়া সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।
আরেক প্রস্তাবে বিএসইসি কাফকো থেকে ১১৮ কোটি ৮৪ লাখ টাকায় ৩০ হাজার টন ইউরিয়া সার কেনার অনুমোদন পেয়েছে। আরেক প্রস্তাবে মোট ১৩০ কোটি টাকায় মরক্কো থেকে ৩০ হাজার টন টিএসপি সার কেনার অনুমোদন পেয়েছে বিএডিসি।
পৃথক আরও দুই প্রস্তাবে কানাডার কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশনের কাছ থেকে ৫০ হাজার করে মোট এক লাখ টন এমওপি সার কেনার অনুমোদন পেয়েছে। এজন্য মোট ৩৬০ কোটি ৫২ লাখ টাকা।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)