“মতপ্রকাশের স্বাধীনতায় বাংলাদেশে অনেক উন্নয়নশীল দেশের জন্য উদাহরণ,” বলছেন তিনি।
Published : 19 Feb 2023, 07:09 PM
দেশে মতপ্রকাশের স্বাধীনতার চিত্র তুলে ধরতে গিয়ে ভারতে বিবিসি কার্যালয়ে দেশটির আয়কর বিভাগের সাম্প্রতিক অভিযানের প্রসঙ্গ টানলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে যুক্তরাজ্যে বিবিসির বিতর্কিত তথ্যচিত্র সম্প্রচারের পর গত সপ্তাহে দিল্লি ও মুম্বাইয়ে এ ব্রিটিশ সংবাদমাধ্যমটির কার্যালয়ে হানা দেন ভারতীয় কর কর্মকর্তারা।
সে প্রসঙ্গ ধরে তথ্যমন্ত্রী বলেন, “ভারতের দিকে তাকিয়ে দেখুন, কয়েকদিন ধরে কিছু রিপোর্টের কারণে বিবিসির কার্যালয়ে কীভাবে তল্লাশি চলছে। বিবিসি বাংলাদেশেও অনেক ভুল, অসত্য রিপোর্ট করেছিল। কিন্তু বিবিসির কার্যালয়ে কোনো পুলিশও যায়নি, ট্যাক্স অফিসারও যায়নি।"
রোববার দুপুরে ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী হলে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন হাছান মাহমুদ।
তার ওই মন্তব্যের বিষয়ে বিবিসির কোনো মন্তব্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম তাৎক্ষণিকভাবে জানতে পারেনি।
হাছান মাহমুদ বলেন, “আমাদের দেশে মতপ্রকাশের স্বাধীনতা আছে, কিন্তু অনেক ক্ষেত্রে নিজের দায়বদ্ধতা আমরা চিন্তা করি না। উন্নত দেশে গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি নিজের দায়বদ্ধতা নিয়েও তারা সচেতন থাকে।
“আমাদের দেশে অনেক ক্ষেত্রে সেটির অভাব আছে। কিন্তু মতপ্রকাশের স্বাধীনতায় বাংলাদেশে অনেক উন্নয়নশীল দেশের জন্য উদাহরণ।”
জনগণ গণতন্ত্র ও মুক্তচিন্তা থেকে বঞ্চিত হচ্ছে- বিএনপি মহাসচিব ফখরুলের এমন বক্তব্যের জবাবে তথ্যমন্ত্রী বলেন, “যাদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান গণতন্ত্রকে হত্যা করে বন্দুক উঁচিয়ে ক্ষমতা দখল করেছিল, আর ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে মির্জা ফখরুল সাহেবদের সমবেত করে দল গঠন করেছিল; তারা যখন এই কথা বলে- তখন মানুষ তো বটেই, গাধাও হাসে, হনুমানও ভেংচি কাটে।
"কারণ এ দেশে বঙ্গবন্ধুকে হত্যা করার পর জিয়াউর রহমান ক্ষমতা দখল করেছিল এবং ক্ষমতাকে নিষ্কণ্টক করার জন্য হাজার হাজার সেনাবাহিনীর অফিসার এবং জওয়ানকে হত্যা করেছিল, আওয়ামী লীগের ২২ হাজার নেতাকর্মীকে হত্যা করেছিল। সে কারণে মির্জা ফখরুল সাহেবকে বলব, আয়নায় নিজের চেহারাটা দেখার জন্য।"