মহানগর প্রজেক্ট সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
Published : 29 Jan 2024, 06:36 PM
ঢাকার হাতিরঝিলে চলন্ত অবস্থায় সামনের চাকা ভেঙে সিএনজিচালিত একটি অটোরিকশা উল্টে চালক নিহত ও দুই যাত্রী আহত হয়েছেন।
সোমবার বিকেল ৪টার দিকে হাতিরঝিলের মহানগর প্রজেক্ট সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালকের নাম আশরাফ হোসাইন (৪০)। তিনি মাথা ও মুখমণ্ডলে গুরুতর আঘাত পেয়েছিলেন বলে জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া।
তিনি জানান, দুর্ঘটনায় দুই যাত্রীও আহত হয়েছেন। তবে তাদের অবস্থা গুরুতর নয়।
প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ ফাঁড়ির জানান, চলতে চলতে হঠাৎ সিএনজি অটোরিকশাটির সামনের চাকা ভেঙে টায়ার ও রিম আলাদা হয়ে যায়। তখন এটি উল্টে গেলে চালক আঘাত পান।
দুর্ঘটনার পর চালককে গুরুতর আহত অবস্থায় দুই পথচারী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহত চালক ময়মনসিংহের নান্দাইল উপজেলার তোফাজ্জল হোসেনের ছেলে। ঢাকায় দনিয়া স্কুলের পাশে পরিবার নিয়ে ভাড়া থাকতেন।