নিহতদের মধ্যে একজন নারী, তিনজন পুরুষ ও একজন শিশু রয়েছে।
Published : 11 Apr 2024, 05:14 PM
রাজধানীর সদরঘাট টার্মিনালের পন্টুনে থাকা পাঁচ যাত্রীর প্রাণ গেছে লঞ্চের ছিঁড়ে আসা রশির আঘাতে।
ঈদের দিন বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নৌপুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই যাত্রীরা পন্টুনে ছিলেন। ঘটনাস্থল থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জানা গেছে, ছিঁড়ে যাওয়ার রশির আঘাতে তাদের মৃত্যু হয়।”
সদরঘাট নৌ থানার ওসি আবুল কালাম আজাদ জানান, নিহতদের মধ্যে একজন নারী, তিনজন পুরুষ ও একজন শিশু রয়েছে। তাদের মৃতদেহ মিটফোর্ড হাসপাতালে রাখা আছে।
নিহতরা হলেন- পিরোজপুরের মঠবাড়িয়া থানার মাটিচোরা গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে বিল্লাল (২৫), তার স্ত্রী মুক্তা (২৬), তাদের মেয়ে মাইশা (৩); পটুয়াখালী সদরের জয়নাল আবেদিনের ছেলে রিপন হাওলাদার (৩৮) এবং ঠাকুরগাঁও সদরের নিশ্চিতপুর এলাকার আব্দুল্লাহ কাফীর ছেলে রবিউল (১৯)।
ফায়ার সার্ভিস এক বার্তায় জানিয়েছে, এমভি তাসরিফ-৪ ও এমভি পূবালী-১ রশি দিয়ে সদরঘাটের ১১ নম্বর পন্টুনে বাঁধা ছিল। এ দুটি লঞ্চের মাঝখান দিয়ে ফারহান নামের আরেকটি লঞ্চ ঢুকানোর সময় এমভি তাসরিফ-৪ লঞ্চের রশি ছিঁড়ে যায়।
ওই রশির আঘাতেই হতাহতের ঘটনা ঘটে। কেউ কেউ পাশে থাকা লঞ্চের সঙ্গে বাড়িও খায়।
এ দুর্ঘটনার কিছু সময় পর মিটফোর্ড হাসপাতালে লাশের সুরতহাল করতে এসেছিলেন নৌ পুলিশের এসআই কুমারেশ ঘোষ।
দুর্ঘটনার কয়েকটি ছবি দেখিয়ে তিনি বলেন, “এক লঞ্চকে আরেক লঞ্চ ধাক্কা দেয়। ওই ধাক্কায় লঞ্চের মোটা রশি ছিঁড়ে মানুষের গায়ে ধাক্কা লেগেছে। তাতেই ঘটেছে হতাহতের ঘটনা।”