টিপু-প্রীতি হত্যা: অভিযোগ গঠনের শুনানি পেছাল তৃতীয় দফায়

গত ২২ এবং ২৭ ফেব্রুয়ারি দুই দফায় অভিযোগ গঠনের শুনানির পিছিয়েছে।তৃতীয় দফায় হয়নি এক আসামিকে হাজির না করায়।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 March 2024, 11:04 AM
Updated : 27 March 2024, 11:04 AM

ঢাকার মতিঝিলে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু এবং কলেজছাত্রী সামিয়া আফনান প্রীতি হত্যা মামলায় ৩৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি তৃতীয় বারের মত পিছিয়েছে। 

বুধবার নির্ধারিত দিনে ঢাকার তিন নম্বর বিশেষ ও জ্যেষ্ঠ দায়রা জজ আলী হোসাইনের আদালতে শুনানি না হওয়ার পর বিচারক নতুন তারিখ ঠিক করেছেন ২৫ এপ্রিল।

কাশিমপুর কারাগার থেকে মামলার আসামি ইশতিয়াক হোসেন জিতুকে আদালতে আনা হয়নি বলে এদিন শুনানি পেছানোর আবেদন করে রাষ্ট্রপক্ষ। বিচারক সে আবেদন গ্রহণ করে নতুন তারিখ দেন।

বাদীপক্ষের ব্যক্তিগত আইনজীবী গাজী জিল্লুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এর আগে গত ২২ এবং ২৭ ফেব্রুয়ারি দুই দফায় অভিযোগ গঠনের শুনানির পিছিয়েছে।

গত বছরের ৫ জুন আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ইয়াসিন শিকদার। এতে ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগের ‘সত্যতা’ পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়।

তবে ‘এক্সএল সোহেল’ নামে এক সন্দেহভাজনের পরিচয় নিশ্চিত করতে না পারায় তাকে বাদ দিয়ে আসামি করা হয় ৩৩ জনকে।

আসামিদের মধ্যে রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফ তালুকদার, দক্ষিণ সিটির ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মারুফ আহমেদ মনসুর, মতিঝিল থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, মতিঝিল থানা জাতীয় পার্টির নেতা জুবের আলম খান রবিন, হাবীবুল্লাহ বাহার কলেজ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক সোহেল শাহরিয়ার, ১০ নম্বর ওয়ার্ড যুবলীগের বহিষ্কৃত সভাপতি মারুফ রেজা সাগর, ১১ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি কামরুজ্জামান বাবুল।

এই মামলায় গ্রেপ্তার হয়েছেন ২৪ জন। মুসা, শুটার আকাশ ও নাসির উদ্দিন মানিক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।

আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুকে হত্যা করা হয় ২০২২ সালের ২৪ মার্চ রাতে।

খিলগাঁও রেল গেইটের কাছে মোটর সাইকেলে আসা এক ব্যক্তি যানজটে আটকে পড়া টিপুর গাড়ির কাছে এসে তাকে গুলি করে। হামলাকারীর এলোপাতাড়ি গুলিতে গাড়ির পাশে রিকশা থাকা কলেজছাত্রী প্রীতিও মারা যান।

ওই রাতেই টিপুর স্ত্রী স্থানীয় নারী ওয়ার্ড কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেন।