এ শুনানির জন্য আগামী ৮ নভেম্বর দিন রেখেছে আদালত।
Published : 20 Oct 2022, 04:24 PM
অবৈধ সম্পদের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আবারও পিছিয়ে গেছে।
বৃহস্পতিবার ঢাকার ৬ নম্বর বিশেষ আদালতের বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান এ শুনানির জন্য আগামী ৮ নভেম্বর দিন রেখেছেন।
জামিনে থাকা সম্রাট এদিন আদালতে উপস্থিত ছিলেন। শুনানিতে সম্রাটের আইনজীবী এহসানুল হক সমাজী অভিযোগ গঠনের শুনানি পোছানোর আবেদন করেন। দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর এর বিরোধিতা করেন।
পরে উভয়পক্ষের শুনানি শেষে আদালত ৮ নভেম্বর পর্যন্ত সম্রাটের জামিন বহাল রাখে।
সম্রাটের পাসপোর্ট ফেরত এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়েও আবেদন করেছেন তার আইনজীবী। এসব বিষয়ে বিচারক পরে আদেশ দেবেন বলে জানান আইনজীবী সমাজী।
সম্রাট ছিলেন ক্ষমতাসীন আওয়ামী লীগের ভাতৃপ্রতীম সংগঠন যুবলীগের ঢাকা মহানগরের দক্ষিণ শাখার সভাপতি। ক্যাসিনোবিরোধী অভিযানের মধ্যে ২০১৯ সালে তিনি গ্রেপ্তার হন। এরপর তার বিরুদ্ধে কয়েকটি মামলা হয়।
অবৈধ সম্পদ: সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল
সেগুলোর মধ্যে ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০১৯ সালের ১২ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে মামলাটি করেছিলেন দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম।
মামলা তদন্ত করে এক বছর পর ২০২০ সালের ২৬ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন দুদকের ওই কর্মকর্তা।
অভিযোগে বলা হয়, বিভিন্ন ‘অবৈধ ব্যবসা ও অবৈধ কার্যক্রমের মাধ্যমে’ অর্জিত অর্থে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের মালিক হয়েছেন সম্রাট। মতিঝিল ও ফকিরাপুল এলাকায় তিনি ১৭টি ক্লাব নিয়ন্ত্রণ করতেন এবং সেগুলোতে লোক বসিয়ে মোটা অঙ্কের কমিশন নেওয়ার অভিযোগ রয়েছে উল্লেখ করে এই মামলার অভিযোগপত্রে বলা হয়, এর মধ্যে অনেকগুলো ক্লাবে ক্যাসিনোর কারবার চলত।
‘অবৈধভাবে’ অর্জিত অর্থ দিয়ে সম্রাট ঢাকার গুলশান, ধানমণ্ডি, উত্তরাসহ বিভিন্ন স্থানে একাধিক ফ্ল্যাট, প্লট কিনেছেন এবং বাড়ি করেছেন; এছাড়া সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই ও যুক্তরাষ্ট্রে নামে-বেনামে তার এক হাজার কোটি টাকার সম্পদ রয়েছে বলে দুদকের ভাষ্য।