ওআইসির ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হল বাংলাদেশ

ওআইসি সম্মেলনের আয়োজক দেশ মৌরিতানিয়া প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে। বাংলাদেশের সঙ্গে ভাইস প্রেসিডেন্ট পদে আরও নির্বাচিত হয়েছে ফিলিস্তিন ও নাইজেরিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 March 2023, 02:19 PM
Updated : 17 March 2023, 02:19 PM

মুসলিম দেশগুলোর জোট অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের (ওআইসি) ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে বাংলাদেশ।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের বরাতে এক বার্তায় শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওআইসি সম্মেলনের আয়োজক দেশ মৌরিতানিয়া প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে। বাংলাদেশের সঙ্গে ভাইস প্রেসিডেন্ট পদে আরও নির্বাচিত হয়েছে ফিলিস্তিন ও নাইজেরিয়া।

মোমেন বলেন, ভাইস প্রেসিডেন্ট পদের পাশাপাশি ওআইসি ইসলামী মানবাধিকার কাউন্সিলের সদস্য নির্বাচত হয়েছে বাংলাদেশ। বাংলাদেশের সঙ্গে এশিয়া থেকে ওই কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়েছে তুরস্ক ও ইরান।

১৬ ও ১৭ মার্চ মৌরিতানিয়ার রাজধানী নোয়াকচটে ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের ৪৯তম সম্মেলন হয়।ওই সম্মেলনের প্রথম দিন জোটের বিভিন্ন পদে নতুন দেশগুলোকে নির্বাচন করা হয়।