দুই বিচারকের অপসারণ চেয়ে সুপ্রিম কোর্টে নানা কর্মসূচি পালন করছেন বিএনপি সমর্থক আইনজীবীরা।
Published : 29 Aug 2023, 11:22 PM
আপিল বিভাগের দুই বিচারকের অপসারণের দাবিতে নানা কর্মসূচি পালনরত বিএনপি সমর্থক সাত আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলে আইনি ব্যবস্থা চেয়ে আবেদন করেছেন এক আইনজীবী।
এই সাত আইনজীবী হলেন- জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ফোরামের সভাপতি সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী, ফোরামের মহাসচিব ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল, ফোরামের সুপ্রিম কোর্ট শাখার সভাপতি আব্দুল জব্বার ভূঁইয়া, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক রুহুল কুদ্দুস কাজল, সাবেক সহ-সম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান খান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ফাহিমা নাসরিন মুন্নি এবং ফোরামের সুপ্রিম কোর্ট শাখার সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল।
মঙ্গলবার আপিল বিভাগে এই আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদ সুলতানা যুথী। তিনি প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী নেতৃত্বাধীন আপিল বিভাগে এ আবেদন উপস্থাপন করেন।
সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত বুধবারের আপিল বিভাগের কার্যতালিকায় তার আবেদনটি শুনানির জন্য ১ নম্বর ক্রমিকে রয়েছে।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চে এ আবেদনের শুনানি হবে।
গত ১৫ অগাস্ট শোক দিবসের আলোচনা সভায় ‘বিচারপতিরা শপথবদ্ধ রাজনীতিবিদ’ উল্লেখ করে দুই বিচারকের বক্তব্য ধরে তাদের অপসারণ চেয়ে কর্মসূচি পালন করছেন বিএনপির আইনজীবীরা।
মঙ্গলবারও তারা সুপ্রিম কোর্টে সমাবেশ ও কালো পতাকা মিছিল করেন।
দুপুরে ইউনাইটেড লইয়ার্স ফ্রন্টের ব্যানারে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন ফ্রন্টের আহ্বায়ক ও সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি জয়নুল আবেদীন, বারের সাবেক সম্পাদক মাহবুব উদ্দিন খোকন, ফ্রন্টের প্রধান সমন্বয়ক কায়সার কামাল, বারের সাবেক সম্পাদক রুহুল কুদ্দুস কাজল, ফ্রন্টের সমন্বয়ক সৈয়দ মামুন মাহবুব ও অ্যাডভোকেট গাজী মো. কামরুল ইসলাম সজল।
সমাবেশে সভাপতিত্ব করেন ফ্রন্টের সুপ্রিম কোর্ট ইউনিটের আহ্বায়ক শাহ আহমেদ বাদল এবং সঞ্চালনা করেন কো-কনভেনর মোহাম্মদ আলী।
সমাবেশের পর একটি কালো পতাকা মিছিল বের হয়।