Published : 06 Nov 2023, 10:06 PM
অবরোধের ফাঁকা সড়কে ঢাকায় নিয়ন্ত্রণহারা বাসের চাপায় প্রাণ গেছে এক রিকশারোহীর; আহত হয়েছে তার স্ত্রীসহ দুজন।
সোমবার সন্ধ্যা পৌনে ৬টায় মগবাজারের ওয়্যারলেস গেইট এলাকায় রিকশাকে দুমড়ে-মুচড়ে সড়ক বিভাজকে আছড়ে ফেলে ওই বাসটি।
নিহত ব্যক্তির নাম আয়নাল হাওলাদার (৪৫)। তার স্ত্রী ৩৫ বছর বয়সী সেলিনা বেগম আহত হয়েছে। আহত আরেকজনের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
রমনা থানার এসআই সাইদুল হক জানান, মনজিল পরিবহনের একটি যাত্রীবাহী বাস রিকশার পেছনে ধাক্কা দিয়ে সড়ক বিভাজকে তুলে দেয়। এতে আয়নাল নিহত হন। এ ঘটনায় আহত সেলিনাকে মগবাজারের কমিউনিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুরুতর আহত আরেকজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর বাস চালক তার গাড়ি ঘটনাস্থলে ফেলে পালিয়ে গেছে।
নিহত আয়নাল হাওলাদারের বাড়ি ঢাকার দোহার উপজেলার মধুরচড় গ্রামে, তার বাবার নাম হাশেম হাওলাদার। আয়নাল খিলগাঁও সি ব্লক এলাকায় থাকতেন।
ঢাকা মেডিকেল হাসপাতালে আয়নালের লাশ শনাক্ত করেন তার ভাই শাহজাহান হাওলাদার।
আয়নাল একটি কোম্পানির বিক্রয়বিভাগে কাজ করতেন উল্লেখ করে শাহজাহান জানান, আয়নাল ও তার স্ত্রী মগবাজার হলি ফ্যামিলি হাসপাতালে এক অসুস্থ আত্মীয়কে দেখতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে তারা দুর্ঘটনার শিকার হন।