কেনাকাটা পদ্ধতিকে আরও উন্মুক্ত করতে এ সংক্রান্ত বিধিবিধানের পরিবর্তন আনার নির্দেশনা দিয়েছেন তিনি।
Published : 23 Oct 2023, 04:52 PM
সরকারি কেনাকাটাকে আরও প্রতিযোগিতাপূর্ণ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এজন্য কেনাকাটা পদ্ধতিকে আরও উন্মুক্ত করতে এ সংক্রান্ত বিধিবিধানের পরিবর্তন আনার নির্দেশনা দিয়েছেন সরকারপ্রধান।
সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে তিনি এই নির্দেশনা দেন বলে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন জানিয়েছেন।
সভা শেষে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী একটি বিশেষ গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের যে সরকারি ক্রয়টা হয়, সেখানে প্রতিযোগিতা যাতে আরও উন্মুক্ত, আরও বেশি অবাধ হয়, সেটি নিশ্চিত করতে বলেছেন।
“দেখা যায় যে, অনেক কোম্পানি তার সামর্থ নেই তারপরও তারাই কাজ পেয়ে যাচ্ছে। আমাদের উন্নয়ন কার্যক্রম অনেক বিলম্ব হচ্ছে। এ থেকে বেরিয়ে আসার জন্য সংশ্লিষ্ট বিধিবিধানের পরিবর্তন আনার নির্দেশনা দিয়েছেন, যাতে করে প্রতিযোগিতা উন্মুক্ত হয়, ভালো হয় এবং যাতে করে উন্নয়নমূলক কাজ আমরা দ্রুত সম্পন্ন করতে পারি।”
প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তাবায়নে এখন আইএমইডি কাজ করবে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, খুব দ্রুত তারা কাজ করে এই পরিবর্তন করবে।