একই সময়ের মধ্যে ভোটার স্থানান্তরের আবেদন নিষ্পত্তি করতে হবে।
Published : 06 Feb 2024, 08:30 AM
ভোটার হওয়ার ক্ষেত্রে যারা বাদ পড়েছেন, তারা দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট দিতে চাইলে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
তফসিল ঘোষণার আগে বাদ পড়াদের ভোটার তালিকাভূক্ত করতে ও ভোটার স্থানান্তরের আবেদনসীমা রয়েছে বৃহস্পতিবার পর্যন্ত।
সোমবার নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার সহকারী পরিচালক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৮ বছরের বেশি বয়সী নাগরিকদের (১ জানুয়ারি ২০২৩ বা তার আগে যাদের বয়স ১৮ বছর) ভোটার তালিকায় সর্বশেষ অন্তর্ভূক্তির সময়সীমা ১৪ সেপ্টেম্বর।
উপজেলা/থানা নির্বাচন অফিসারকে একই সময়ের মধ্যে ভোটার স্থানান্তরের আবেদন নিষ্পত্তি করতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১১ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)