প্রশ্নপত্র দেওয়ার কথা বলে অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছিল।
Published : 25 Feb 2024, 10:05 PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে, এমন গুজব ও বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
রোববার গাজীপুরের টঙ্গী থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মাহদী হাসান খান (২২) ও আব্দুর রহমান সোহান (২০)।
সিআইডি বলছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ফেইক’ আইডি খুলে প্রশ্নপত্র বিক্রির বিজ্ঞাপন দিয়েছিলেন। আর সেসব পোস্টে মন্তব্যও করা হতো ভুয়া আইডি থেকে।
জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে সিআইডি জানিয়েছে, গত বছর থেকে বিভিন্ন পাবলিক পরীক্ষার সময় এমন প্রতারণা করে আসছিলেন মাহদী। প্রশ্নপত্র দেওয়ার কথা বলে তিনি বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়ে ভুক্তভোগীদের আইডি ব্লক করে দিতেন।
অর্থ লেনদেনের জন্য এই ব্যক্তি ভুয়া পরিচয়ে খোলা মোবাইল ব্যাংকের পার্সোনাল ও মার্চেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করতেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
গ্রেপ্তারের আগে আব্দুর রহমান সোহান বিকাশে কর্মরত ছিলেন জানিয়ে সিআইডি বলছে, “আর সে কারণে কোনোরকম কাগজপত্র ছাড়াই ভুয়া দোকানের নামে এমএফএসর মার্চেন্ট একাউন্ট খুলে দিত। প্রতারণার টাকা লেনদেনের জন্য সেই মার্চেন্ট সিম মাহদী হাসান খানের কাছে দিত সোহান।”
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এ বিষয়ে বিকাশের বক্তব্য জানতে পারেনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।