Published : 28 Jan 2024, 10:08 AM
দেশের অনলাইনে দারুণ জনপ্রিয় শিক্ষক জুটি আয়মান সাদিক ও মুনজেরিন শহীদ ব্যক্তিজীবনে জুটি বেঁধেছেন।
শুক্রবার জুম্মার নামাজের পর রাজধানীর মিরপুর ডিওএইচএসের মসজিদে দুই পরিবারের মানুষ ও স্বজনের উপস্থিতিতে সাদিক ও মুনজেরিনের আকদ হয়েছে।
সেই আকদের দুই ছবিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এছাড়া ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, বিবাহোত্তর সংবর্ধনার অনুষ্ঠান হবে আগামী ২৩ সেপ্টেম্বর সেনাকুঞ্জের হলরুমে।
কয়েকদিন ধরে তাদের বিয়ের গুঞ্জন শোনা গেলেও বর-কনের কেউই মুখে কুলুপ এঁটে ছিলেন।
কুমিল্লার ছেলে আয়মান সাদিকের পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে। পড়াশোনা শেষ করে ২০১৫ সালে ‘টেন মিনিট স্কুল’ প্রতিষ্ঠা করেন এই তরুণ। যা গত কয়েক বছরে দারুণ জনপ্রিয়তা পায়।
মুনজেরিন শহীদের জন্ম চট্টগ্রামে। তার পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজিতে। এই বিষয়ে স্নাতকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান পেয়েছিলেন মুনজেরিন। এরপর বৃত্তি নিয়ে ইংরেজিতেই স্নাতকোত্তর করেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে। মুনজেরিন বর্তমানে ‘টেন মিনিট স্কুল’এ ইংরেজির শিক্ষক।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)