ফেইসবুকে হারুন লিখেছেন, " হঠাৎ করেই করোনা পজেটিভ। সবার কাছে সুস্থতার জন্য দোয়া চাই।"
Published : 27 Feb 2024, 10:08 AM
কোভিডে আক্রান্ত হয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।
চলতি বছরের পুলিশ সপ্তাহ শুরুর আগে সোমবার রাতে ফেইসবুকে হারুন নিজেই এই খবর দিয়েছেন।
তিনি লিখেছেন, " হঠাৎ করেই করোনা পজেটিভ। সবার কাছে সুস্থতার জন্য দোয়া চাই।"
তবে তিনি বাসায় নাকি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন সে বিষয়ে কিছু জানাননি।
পুলিশের এই অতিরিক্ত কমিশনার সোমবার দুপুরেও ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করেন। এর আগের দিন গিয়েছিলেন বইমেলায়।