আসামিদের অনুপস্থিতিতে এই রায় হয়।
Published : 19 Jun 2023, 11:12 PM
দশ বছর আগের নাশকতার এক মামলায় ঢাকায় বিএনপির সাবেক এক কাউন্সিলরসহ সাত নেতা-কর্মীর দুই বছরের কারাদণ্ডের রায় হয়েছে।
সোমবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. তোফাজ্জল হোসেন এই রায় দেন।
আসামিদের অনুপস্থিতিতে এই রায় হয় বলে জানিয়েছেন এ আদালতের পেশকার আতিকুর রহমান।
দণ্ডিতদের মধ্যে হামিদুর রহমান ঢাকা সিটি করপোরেশনের সবুজবাগ থানা এলাকার সাবেক ওয়ার্ড কাউন্সিলর।
দণ্ডপ্রাপ্তরা অন্যরা হলেন জাহাঙ্গীর হোসেন, কাজী বাবু, সোহেল পাটোয়ারী, মোস্তাফিজুর রহমান, মো. সজল ও আবু তাহের।
সশ্রম কারাদণ্ডের পাশাপাশি আদালত তাদের প্রত্যেককে ২ হাজার টাকা জরিমানা করেছে। এই অর্থ দিতে ব্যর্থ হলে তাদের আরও ২ মাস কারাভোগ করতে হবে।
পলাতক আসামিদের গ্রেপ্তার বা আত্মসমর্পণের দিন থেকে তাদের শাস্তি কার্যকর হবে বলে রায়ে বলা হয়েছে।
এই মামলায় আরও ৩০ জন আসামি ছিলেন। অভিযোগের প্রমাণ না পাওয়ায় আদালত তাদের খালাস দেন।
২০১৪ সালের ৫ জানুয়ারির সংসদ নির্বাচনের আগে ভোট ঠেকানোর দাবিতে যে আন্দোলন বিএনপি করেছিল, এই মামলাটি তখনকার।
২০১৩ সালের ৯ ডিসেম্বর হামিদুর রহমানের নেতৃত্বে বিএনপির একদল নেতাকর্মী ঢাকার সবুজবাগ এলাকায় সড়ক অবরোধ করে এবং মিছিল করে। সেখানে বোমা বিস্ফোরণ ঘটান বলে পুলিশের করা এই মামলায় অভিযোগ করা হয়।