ছয় বিভাগের উপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
Published : 13 Apr 2024, 06:21 PM
চৈত্রের শেষভাগে এসে তপ্ত আবহাওয়া বিরাজ করছে দেশের প্রায় সবখানে। বৈশাখের প্রথম দিনেও মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে আভাস রয়েছে।
রোববার নতুন বাংলা বছর শুরু, ১৪৩১ বঙ্গাব্দের প্রথম দিন। নববর্ষকে বরণে প্রস্তুত পুরো দেশ। রাজধানীসহ শহরে-গ্রামে হবে নানা অনুষ্ঠান।
বৈশাখের প্রথম দিন ভোরের আলো ফুটতেই নতুন বছরের আবাহন জানিয়ে গানে গানে দিন শুরু করবে ছায়ানট।
এরপর 'আমরা তো তিমিরবিনাশী’ প্রতিপাদ্য নিয়ে এ বছর চারুকলা অনুষদ থেকে মঙ্গল শোভাযাত্রা বের হবে সকাল ৯টায়। শাহবাগ মোড় হয়ে শিশুপার্কের সামনে দিয়ে ঘুরে ফের শাহবাগ হয়ে টিএসসিতে গিয়ে শেষ হবে। সন্ধ্যা ৬টা থেকে শাহবাগ প্রজন্ম চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে।
নববর্ষকে স্বাগত জানিয়ে আয়োজন করা এসব অনুষ্ঠানের সময় প্রকৃতি থাকতে পারে কিছুটা রুদ্ররূপ নিয়েই। প্রায় সপ্তাহখানেক ধরে বিরাজমান তাপপ্রবাহের মধ্যে পার হতে পারে বৈশাখের প্রথম দিনটি।
আবহাওয়াবিদ একেএম নাজমুল হক বলেন, রোববারও ছয় বিভাগে বিরাজমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে এবং তা আরও বিস্তার লাভ করতে পারে। বৈশাখের প্রথম দিন সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
তিনি বলেন, পরবর্তী ৭২ ঘণ্টা পর্যন্ত এ তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এ সপ্তাহের শেষ দিকে দেশের উত্তর পূর্বাংশে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবারও রাজশাহী, খুলনা, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের উপর দিয়ে চলমান মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ (সর্বোচ্চ তাপমাত্রা ৩৬-৩৯.৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে) বয়ে যাচ্ছে।
এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাঙ্গামাটিতে ৪০ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭.৬ ডিগ্রি সেলসিয়াস।
আগের দিন রাঙ্গামাটিতে ছিল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস।
অবশ্য এক সপ্তাহ আগে ৬ এপ্রিল চুয়াডাঙ্গায় চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪০.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা
দেশের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা ঈশ্বরদীতে
বাতাসে তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে উঠলে তাকে মৃদু তাপপ্রবাহ ধরা হয়। ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসকে বলা হয় মাঝারি আর ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়। এরপর ৪২ ডিগ্রির উপরে উঠলে তাকে বলা হয় অতি তীব্র তাপপ্রবাহ।
বাংলাদেশে এপ্রিল উষ্ণতম মাস। দেশের প্রায় সর্বত্র এখন তাপপ্রবাহ বিরাজ করছে। টানা কয়েকদিন বৃষ্টি না থাকায় আবহাওয়ার পূর্বাভাসে তাপমাত্রা বাড়ার প্রবণতা রয়েছে।