চলতি মাসের প্রথম দুই দিনে মশাবাহিত এ রোগে প্রাণ গেল ৫ জনের; বছরের মাঝামাঝিতে ৫২ জনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
Published : 02 Jul 2023, 09:04 PM
দেশে এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রাদুর্ভাবের মধ্যে সবশেষ এক দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫০৯ জন রোগী; যাদের অর্ধেকেরই বেশি ঢাকার বাইরের।
এসময়ে মৃত্যু হয়েছে আরও দুজনের। এ নিয়ে জুলাইয়ের প্রথম দুইদিনে পাঁচজনসহ চলতি বছর এ পর্যন্ত ৫২ জনের মৃত্যুর খবর দিল স্বাস্থ্য অধিদপ্তর।
অধিদপ্তর জানিয়েছে, রোববার সকাল আটটা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫০৯ জন রোগী ভর্তি হয়েছেন। এক দিনে ভর্তি রোগীর এ সংখ্যা এ বছর সর্বোচ্চ। এর আগে গত ২৪ জুন এক দিনে ৫০০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
হালনাগাদ এ পরিসংখ্যানসহ এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৭৫৭ জনে এবং মারা গেছেন ৫২ জন।
রোববার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ঢাকায় ২২৪ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ২৮৫ জন ভর্তি হয়েছেন। তাদের নিয়ে মোট ভর্তি আছেন ১৩৮৮ জন। এদের মধ্যে ঢাকায় ৯৬৬ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ৪২২ জন।
বর্ষার আগেই বিভিন্ন হাসপাতালে রোগীর সংখ্যা অন্যান্য বছরের চেয়ে এবার বেশি হওয়ায় ডেঙ্গু ছড়িয়ে পড়া ঠেকাতে আগেভাগেই সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এইডিস মশা শনাক্তে ঢাকায় অধিদপ্তরের সবশেষ জরিপের তথ্যের ভিত্তিতে রাজধানীতে মশার বর্তমান উপস্থিতিকে ঝুঁকিপূর্ণ বলছেন বিশেষজ্ঞরা। এ অবস্থায় সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাব আরও বাড়ার শঙ্কা তাদের।
এ বছর ডেঙ্গু আক্রান্তদের মৃত্যুর তথ্য থেকে সংশ্লিষ্টরা বলছেন, এদের বেশির ভাগ প্রায় সবাই ডেঙ্গু হেমোরেজিক ফিভারে ভুগছিলেন এবং শক সিনড্রোমে মারা গেছেন।
চলতি বছরের মাস অনুযায়ী আক্রান্তের তথ্য অনুযায়ী, জানুয়ারিতে ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন এবং মে মাসে ১০৩৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এদের মধ্যে জানুয়ারিতে ছয়জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে দুজন, মে মাসে দুজন এবং জুনে ৩৪ জনের মৃত্যু হয়েছে।