বছরের প্রথম ছয় মাসে ডেঙ্গুতে এত মৃত্যু আর কখনও দেখা যায়নি।
Published : 01 Jul 2023, 08:44 PM
গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে তিনজনের মৃত্যু হয়েছে; তাতে এ বছর মশাবাহিত এ রোগে মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ৫০ জনে।
বর্ষা মৌসুম শুরুর আগেই এবার দেশে হানা দেওয়া ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই। গত একদিনে এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭০ জন রোগী।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নতুন রোগীদের নিয়ে এ বছর সব মিলিয়ে ৮ হাজার ২৪৮ জন ডেঙ্গু রোগীর হাসপাতালে ভর্তির তথ্য এল।
তাদের মধ্যে কেবল জুন মাসেই আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৯৫৬ জন। জুন মাসেই সর্বোচ্চ ৩৪ জনের মৃত্যু দেখেছে দেশ।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, বছরের প্রথম ছয় মাসে ডেঙ্গুতে এত মৃত্যু আর কখনও দেখা যায়নি।
এইডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে গত বছর ৬২ হাজার ৩৮২ জন রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে রেকর্ড ২৮১ জনের মৃত্যু হয়।
গতবছর প্রথম ছয় মাসে ১ হাজার ১১১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন, তাদের মধ্যে মৃত্যু হয়েছিল কেবল একজনের।
এর আগে ২০১৯ সালে দেশের ৬৪ জেলায় এক লাখের বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে গিয়েছিলেন, যা এ যাবৎকালের সর্বোচ্চ। সরকারি হিসাবে সে বছর মৃত্যু হয়েছিল ১৬৪ জনের।
এ বছর করা জরিপে ঢাকায় এইডিস মশার যে বিস্তার দেখা গেছে, তাকে ঝুঁকিপূর্ণ বলছেন বিশেষজ্ঞরা। এ অবস্থায় সামনে ডেঙ্গুর প্রাদুর্ভাব আরও বাড়ার আশঙ্কা করেছেন তারা।
স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন বলছে, এই মুহূর্তে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১৪০৫ জন। তাদের ৯৪৪ জন ঢাকায় এবং ৪৬১ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি।
এ বছর ডেঙ্গু আক্রান্ত যত জনের মৃত্যু হয়েছে, তাদের প্রায় সবাই ডেঙ্গু হেমোরেজিক ফিভারে ভুগছিলেন এবং শক সিনড্রোমে মারা গেছেন।
মাসের হিসাবে জানুয়ারিতে ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন এবং মে মাসে ১০৩৬ জন এবং জুন মাসে ৫৯৫৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এদের মধ্যে জানুয়ারিতে ছয়জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে দুজন, মে মাসে দুজন এবং জুন মাসে ৩৪ জনের মৃত্যু হয়েছে।