শনিবার ভোরে ধানমণ্ডির ৩ নম্বর সড়কের ভাড়া বাসা থেকে ইমতিয়াজ বের হন, এরপর পরিবারের লোকজন তার সন্ধান না পেয়ে রাতে জিডি করেন।
Published : 08 May 2023, 05:38 PM
নিখোঁজের দুদিন পর রাজধানীর ধানমণ্ডি লেক থেকে এক ফার্মাসিস্টের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ধানমণ্ডি থানার ওসি ইকরাম আলী মিয়া জানান, সোমবার সকালে ধানমণ্ডি ৪ নম্বর সড়কের শেষ প্রান্তের লেকে মো. ইমতিয়াজ নামে ৫৭ বছর বয়সী ওই ব্যক্তিকে ভাসমান অবস্থায় পাওয়া যায়।
পরে পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইমতিয়াজ পেশায় ফার্মাসিস্ট, থাকতেন ধানমণ্ডিতে এক ভাড়া বাসায়। কিছুদিন আগে তিনি ওষুধ কোম্পানির চাকরিটি ছেড়ে দেন।
ডায়াবেটিস রোগী ইমতিয়াজ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন কিছুদিন আগে। দুই সন্তানের বাবা ইমতিয়াজ সম্প্রতি আরেকটি বিয়ে করেন বলে জানিয়েছে পুলিশ।
ওসি ইকরাম আলী বলেন, “শনিবার ভোরে ধানমণ্ডির ৩ নম্বর সড়কের ভাড়া বাসা থেকে তিনি বের হন। এরপর পরিবারের লোকজন তার কোনো সন্ধান না পেয়ে রাতে থানায় জিডি করেন।
“সেই জিডির ভিত্তিতে তদন্ত করতে গিয়ে পুলিশ কিছু সিসিটিভি ভিডিও সংগ্রহ করে। তাতে শনিবার ভোরে তাকে একা ধানমণ্ডি লেকের পাড় দিয়ে হাঁটতে দেখা যায়।”
তবে ইমতিয়াজ কীভাবে পানিতে পড়ে গেলেন, সে বিষয়টি কোনো ভিডিওতে আসেনি বলে জানিয়েছেন ধানমণ্ডি থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম।
ইমতিয়াজের মরদেহ মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাপাতালের মর্গে পাঠানো হয়েছে জানিয়ে ওসি ইকরাম বলেছেন কীভাবে তার মৃত্যু হয়েছে তা তদন্ত এবং ময়নাতদন্ত ছাড়া বলা যাবে না।
“ইমতিয়াজের পারিবারিক এবং চাকরি নিয়ে জাটিলতার বিষয়গুলো আমরা জেনেছি। মৃত্যুর কারণ তদন্তে এসব বিষয় খতিয়ে দেখবে পুলিশ।”