এই নিবন্ধনের মাধ্যমে চাকরিপ্রত্যাশীরা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক পদে চাকরির সুযোগ পাবেন।
Published : 24 Jan 2024, 01:11 PM
অষ্টাদশ শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা হবে আগামী ১৫ মার্চ।
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এনটিআরসিএর অধীনে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা-২০২৩ এর স্কুল-২ ও স্কুল পর্যায়ের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ১৫ মার্চ সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এবং কলেজ পর্যায়ের পরীক্ষা বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত হবে।
এই নিবন্ধনের মাধ্যমে চাকরিপ্রত্যাশীরা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক পদে চাকরির সুযোগ পাবেন।
গত ৪ নভেম্বর ১৮তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলা, ইংরেজি, সাধারণ গণিত ও সাধারণ জ্ঞানের ১০০ নম্বরের পরীক্ষায় ন্যূনতম ৪০ নম্বর পেলেই কেবল দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষায় অংশ নেওয়া যাবে।
তিন ঘণ্টায় ১০০ নম্বরের লিখিত পরীক্ষা শেষে নির্ধারিত সংখ্যক প্রার্থীকে মৌখিক পরীক্ষায় ডাকা হবে। মেধা তালিকায় জায়গা পেতে মৌখিক পরীক্ষার দুই অংশে ৪০ শতাংশ করে নম্বর পেতে হবে।