মালিবাগ ক্রসিংয়ে বিকল তিতাস কমিউটার

“কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে,” বলেন ট্রাফিক কর্মকর্তা মইনুল।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 March 2024, 05:13 PM
Updated : 28 March 2024, 05:13 PM

রাজধানীর মালিবাগ লেভেল ক্রসিংয়ে একটি ট্রেন বিকল হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে, যার ফলে কিছুক্ষণের জন্য সড়কে আটকা পড়ে বিভিন্ন যানবাহন।

কমলাপুর থেকে ছেড়ে আসা তিতাস কমিউটার ট্রেন বৃহস্পতিবার রাত পৌনে ৮টার সেখানে বিকল হয়ে পড়ে।

রেলওয়ের ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক মোহাম্মদ সফিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাত পৌনে ৮টার দিকে মালিবাগে তিতাসের ইঞ্জিন ফেইল করেছিল। পরে ইঞ্জিন পরিবর্তন করে ট্রেনটি গন্তব্যে পাঠানো হয়েছে।"

কমলাপুর রেলওয়ে থানার ওসি ফেরদৌস আহমেদ বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিতাস কমিউটার ট্রেনের ভ্যাকুয়াম বিকল হয়ে গিয়েছিল। এ কারণে সেটি থেমে যায়।”

ডিএমপির মতিঝিল ট্রাফিক বিভাগের উপ কমিশনার মোহাম্মদ মইনুল হাসান বলেন, “তিতাস কমিউটার ট্রেনটি মালিবাগ রেলক্রসিংয়ে বিকল হয়ে পড়লে রাস্তা আটকে যায়। তখন আমরা মদীনা হোটেল দিয়ে যানবাহনগুলোকে বিকল্প পথ করে দিই।

“কিছু যানবাহন রেলগেটে আটকে ছিল। খুব বেশি হলে ১০-১৫ মিনিটের মধ্যেই রেলওয়ে আরেকটি ইঞ্জিন দিয়ে ট্রেনটিকে সরিয়ে নেয়। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।”