মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্যসহ নানা শ্রেণির মানুষ অংশ নেন।
Published : 25 Oct 2023, 12:04 PM
একাদশ সংসদের দুই সদস্য এ কে এম শাহজাহান কামাল ও উকিল আব্দুস সাত্তার ভূঞা, দুজনই ঘণ্টাখানেকের ব্যবধানে একই হাসপাতালে মা*রা যান, তাদের জানা*জাও হল প্রায় একই সঙ্গে।
আওয়ামী লীগের শাহজাহান কামাল লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য ছিলেন। উকিল সাত্তার ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য। তিনি দীর্ঘদিন বিএনপি করলেও সম্প্রতি দল থেকে বহিষ্কৃত হয়ে স্বতন্ত্র সংসদ সদস্য হন। সাবেক এই দুই প্রতিমন্ত্রী শনিবার ভোররাতে ঢাকার এভার কেয়ার হাসপাতালে মারা যান।
শনিবার সকালে জাতীয় সংসদ ভবন সংলগ্ন ন্যাম ভবন প্রাঙ্গণে তাদের জানা*জা অনুষ্ঠিত হয়। এতে
মন্ত্রিপরিষদের সদস্য ও সংসদ সদস্যগণ সহ নানা মানুষ অংশ নেন। পরে আওয়ামী লীগের পক্ষ থেকে দুই সংসদ সদস্যদের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর পক্ষ থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ নানা সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে ওবায়দুল কাদের বলেন, “মাঝে মাঝে বড় কষ্ট লাগে, দেশের রাজনীতি থেকে কেন যেন মনে হয় ভালো মানুষের সংখ্যা কমে যাচ্ছে। শাহজাহান কামালের মত একজন ভালো মানুষ রাজনীতিতে বিরল। তাকে হারানো মানে আমরা একজন ভালো মানুষকে হারালাম। রাজনীতিবিদ হিসেবে তার আদর্শ গুণাবলি আমরা মনে রাখব এবং অনুসরণ করব। এ দুই নেতার মৃত্যুতে আমরা ভালো মানুষ হারালাম।”
নিজ অঞ্চলের এমপি শাহজাহান কামালকে নিয়ে কাদের আরও বলেন, “ব্যক্তিগতভাবে শাহজাহান কামাল আমার খুবই ক্লোজলি রিলেটেড ছিলেন। তিনি ছাত্রনেতা থেকে জননেতা হয়েছেন, পরে মন্ত্রী। একাত্তরের মুক্তিযোদ্ধা ছিলেন। একজন সাচ্চা আদর্শবান মানুষ ছিলেন। আব্দুল সাত্তারও একজন ভালো মানুষ হিসেবে তার এলাকায় যথেষ্ট জনপ্রিয় ছিল। তিনি জনগণের ভোটে বারবার নির্বাচিত হয়েছেন।”
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ৩০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)