র্যাব বলছে, অর্থঋণের মামলায় তিন বছরের সাজা নিয়ে পলাতক ছিলেন তিনি।
Published : 17 Jan 2024, 08:09 PM
ছাত্রমৈত্রীর সাবেক সভাপতি বাপ্পাদিত্য বসুকে গ্রেপ্তার করে র্যাব বলছে, অর্থঋণের তিনটি মামলায় তিন বছরের সাজা হয়েছে তারা।
মঙ্গলবার ঢাকার নিউ মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তারের তথ্য সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব-১০।
এতে বলা হয়, অর্থঋণের তিনটি মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত এবং ৫ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত বাপ্পাদিত্য বসু (৪০) দীর্ঘদিন থেকে পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বলেছেন, মামলার পর থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিলেন।
তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।