আবেদন করতে হবে ভ্রমণের তিন দিন আগে।
Published : 18 Feb 2023, 11:08 PM
ঢাকা মহানগরের কোনো প্রতিষ্ঠান থেকে শিক্ষা সফর, বনভোজন, ধর্মীয় অনুষ্ঠান অথবা যেকোনো উৎসবে যাতায়াতের জন্য অস্থায়ী রুট পারমিট নিতে বলেছে পুলিশ।
ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার মনিবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে গত বৃহস্পতিবার এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়।
এতে বলা হয়, ভ্রমণের তিন দিন আগে অস্থায়ী রুট পারমিটের জন্য আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে সংশ্লিষ্ট গাড়ির রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদের ফটোকপি দাখিল করতে হবে।
পুলিশ কর্মকর্তা মুনিবুর বলেন, “শিক্ষা সফর, বনভোজন বা এসব অনুষ্ঠানে ফিটনেসবিহীন গাড়ি চলাচল করে। ফিটনেসবিহীন গাড়ি যাতে চলাচল করতে না পারে, সে জন্যই এ উদ্যোগ নেওয়া হয়েছে।’
ট্রাফিক বিভগের একজন দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি ব্যাখ্যা করে বলছেন, “বাসগুলোকে নির্দিষ্ট পথে চলাচলের জন্য রুট পারমিট গ্রহণ করতে হয়। এক রুটের বাস অন্য রুটে চলতে হলে অনুমোদন গ্রহণের একটা বাধ্যবাধকতা আগে থেকে থাকলেও বিষয়টি এতদিন সেভাবে মানা হত না।
“কিন্তু পিকনিকের মৌসুমে দেখা যায় সব মেয়াদোত্তীর্ণ বাসগুলো পিকনিকের জন্য রিজার্ভে দেওয়া হচ্ছে, যার কারণে ঘটছে দুর্ঘটনা।”
যথাযথভাবে আবেদন না করায় বর্তমানে আবেদনকারীদের ‘যথাযথ সেবা’ ও অস্থায়ী রুট পারমিট দেওয়া সম্ভব হয় না উল্লেখ করে ট্রাফিকের আদেশে বলা হয়েছে, আবেদনপত্র অবশ্যই পুলিশ কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স, ৩৬ শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণী, ঢাকা-১০০০ বরাবর করতে হবে।
প্রতিষ্ঠানের প্যাডে আবেদন করার নির্দেশনা দিয়ে বলা হয়েছে, আবেদনকারীর পূর্ণ নাম, ঠিকানা ও আবেদনকারীর প্রতিনিধির মোবাইল নম্বর তাতে উল্লেখ থাকতে হবে। ডিএমপি ট্রাফিক বিভাগের দেওয়া অনুমোদনপত্র ভ্রমণের সময় গাড়ির চালকের কাছে সংরক্ষণ করতে হবে, যা প্রয়োজনে সড়কে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে দেখাতে হবে।
শনিবার ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা এ বিষয়ে এখনও কোনো নির্দেশনা পাইনি।”