দেশে জনসংখ্যা বেড়েছে যেভাবে

গত ৫০ বছরে দেশের জনসংখ্যা বেড়ে হয়েছে দ্বিগুণের বেশি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 July 2022, 06:17 PM
Updated : 27 July 2022, 06:17 PM

দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৪ সাল থেকে এ পর্যন্ত মোট ছয়বার জনশুমারি হয়েছে, যাতে জনসংখ্যা ক্রমান্বয়ে বাড়ার চিত্রই এসেছে।

বুধবার ২০২২ সালের জনশুমারির তথ্য প্রকাশ করে সরকার বলছে, বর্তমানে দেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন।

১৯৭৪ সালের প্রথম আদমশুমারিতে দেশের মোট জনসংখ্যা ছিল ৭ কোটি ১৪ লাখ ৭৯ হাজার ৭১ জন। সেই হিসাবে গত ৫০ বছরের ব্যবধানে দেশে জনসংখ্যা দ্বিগুণের বেশি বেড়েছে।

৭ বছর পর দ্বিতীয় আদমশুমারি হয় ১৯৮১ সালে; তাতে মোট জনসংখ্যা ছিল ৮ কোটি ৭১ লাখ ১৯ হাজার ৯৬৫ জন।

১৯৯১ সালের তৃতীয় আদমশুমারিতে ১০ কোটি ৬৩ লাখ ১৪ হাজার ৯৯২ জন মানুষ থাকার তথ্য দিয়েছিল সরকার।

২০০১ সালে হওয়া চতুর্থ আদমশুমারিতে মোট ১২ লাখ ৪৩ লাখ ৫৫ হাজার ২৬৩ জন লোকসংখ্যার তথ্য উঠে আসে।

পঞ্চমবার করা ২০১১ সালের আদমশুমারিতে মোট জনসংখ্যা ছিল ১৪ কোটি ৪০ লাখ ৪৩ হাজার ৬৯৭ জন।

বুধবার প্রকাশিত হিসাব অনুযায়ী, আগেরবারের তুলনায় এবার জনসংখ্যা দুই কোটি ১১ লাখ ১৪ হাজার ৯১৯ জন বেড়েছে।