এ নিয়ে দ্বিতীয় দফা তার মেয়াদ বাড়ানো হল।
Published : 28 Dec 2023, 06:16 PM
আরো ছয় মাস বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যানের দায়িত্বে থাকছেন এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মফিদুর রহমান।
বুধবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, বিমান বাহিনীর এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মফিদুর রহমান ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত বেবিচকের চেয়ারম্যান থাকবেন।
২০১৯ সালের ১৮ জুন মফিদুর রহমানকে বেবিচকের চেয়ারম্যান করে সরকার। পরে ওই দায়িত্বে তার মেয়াদ এক বছর বাড়ানো হয়, যা ২০২৩ সালের ৩০ ডিসেম্বর শেষ হওয়ার কথা ছিল। এবার দ্বিতীয় দফায় বাড়ানো হল ছয় মাস।
তার সময়কালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থার্ড টার্মিনাল প্রকল্প, কক্সবাজার বিমান বন্দরের উন্নয়নসহ দেশের বেশ কয়েকটি বিমান বন্দরে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছে সরকার।